Rongila Re Mon Song Information | |
---|---|
Song Name | Rongila Re Mon |
Singer | Akriti Kakkar & Dikshu Sarma |
Music Composer | Ajay Singha |
Lyrics | Rajib Chakraborty |
Creative Producer | Storiboat |
Music Label | SVF Music |
Released | 2019 |
You Might Like :
Bela Bose & Alal O Dulal Song Lyrics.
রঙ্গিলা রে মন লিরিক্স
রঙ্গিলা রঙ্গিলা রে মন
হারিয়ে যাবো দূরে,
রঙ্গিলা রঙ্গিলা রে মন
পাহাড়িয়া সুরে।
ফাগুনের আগুনে মন প্রেমের কথা বল
নাগর আজ তোকে নিয়ে পালিয়ে যাবো চল।
দু'চোখে কৃষ্ণচূড়া হাওয়ায় দিলো ডাক
হাতে হাত রাখবো সুজন বন্ধু হয়ে থাকে।
বাসি আজ আপন ভোলা
পিরিতের নাগরদোলা
মাদলের মাতাল সুরে
তোকে নিয়ে অচিনপুরে
আকাশে পলাশ রঙে ছলাৎ ছলাৎ চল।
আহারে বাহারে মন যমুনার জল
নাগর আজ তোকে নিয়ে পালিয়ে যাবো চল।
ফাগুনের আগুনে মন প্রেমের কথা বল
নাগর আজ তোকে নিয়ে পালিয়ে যাবো চল।
Rongila Re Mon Lyrics
Rongila rongila re mon
Hariye jabo dure
Rangila rangila re mon pahariya sur
Faguner agune mon premer kotha bol
Nagor aaj toke niye paliye jabo chol
Duchokhe krishnochura haway dilo daak
Haate haat rakhbo sujon bondhu hoye thak
Rongila Re Mon FULL SONG