বিনীতা কেমন আছো লিরিক্স
কালকে রাত্রি পোহালে
দইয়ের ফোঁটা কপালে
ফাউন্টেন পেনটা সামলে রাখি
মরি অ্যাডমিট কার্ড হারালে
বিনীতা কেমন আছো?
বিপদ আমার
পরশু বিএ পার্ট টু
কি জানি কি লিখবো খাতায়
শ্রোতাদের মুখোমুখী
কেঁপে উঠি অজানা ভয়ে
মাথাগুলি সারি সারি
যেন সর্ষের ফুল শয়ে শয়ে
বিনীতা কেমন আছো?
বিপদ আমার
পরশু বিএ পার্ট টু
কি জানি কি লিখবো খাতায়
Binita Kemon Acho Song Information
- শিরোনামঃ বিনীতা কেমন আছো?
- কন্ঠঃ নীল মুখার্জি
- কথাঃ মহীনের ঘোড়াগুলো
- সুরঃ মহীনের ঘোড়াগুলো
- ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
- অ্যালবামঃ ঝরা সময়ের গান