চাদেঁর আলোয় আলোয় আমার মাথাটা ঘুরে লিরিক্স
চাঁদের আলোয় আলোয় আমার মাথাটা ঘোরে
ঘুম আসে না রাতে আমি ঘুমাই না ভোরে
ঘুম আসে না রাতে আমি ঘুমাই না ভোরে
একাটার পর একটা তামাক পাতা পুড়ে
একাটার পর একটা তামাক পাতা পুড়ে
ঘুম আসে না রাতে আমি ঘুমাই না ভোরে
ঘুম আসে না রাতে আমি ঘুমাই না ভোরে
তুমি যখন বেসেছিলে বন্ধু আমায় ভালো
বিচার করো নাই আমি শ্যামলা নাকি কালো
তুমি যখন বেসেছিলে বন্ধু আমায় ভালো
বিচার করো নাই আমি শ্যামলা নাকি কালো
এখন বিচার আচার ভুইলা গিয়া ও পরাণের পাখি
আমায় অন্ধকার দিয়া কোথায় জ্বালো আলো
তোমার কথা কথা ভেবে ভেবে অন্তর খানা পুড়ে
এখন তোমার কথা কথা ভেবে ভেবে অন্তর খানা পুড়ে
ঘুম আসে না রাতে আমি ঘুমাই না ভোরে
ঘুম আসে না রাতে আমি ঘুমাই না ভোরে
দিন কাটে তোমার ছবি মনে মনে দেখিয়া
রাত কাটে দেবী তোমারে নিয়া গল্প লেখিয়া
দিন কাটে তোমার ছবি মনে মনে দেখিয়া
রাত কাটে দেবী তোমারে নিয়া গল্প লেখিয়া
সন্ধ্যা কাটে তোমার বিছানো নীল বেদনার ঘোরে...
ঘুম আসে না রাতে আমি ঘুমাই না ভোরে
ঘুম আসে না রাতে আমি ঘুমাই না ভোরে
চাঁদের আলোয় আলোয় আমার মাথাটা ঘোরে
চাঁদের আলোয় আলোয় আমার মাথাটা ঘোরে
ঘুম আসে না রাতে আমি ঘুমাই না ভোরে
ঘুম আসে না রাতে আমি ঘুমাই না ভোরে
একাটার পর একটা তামাক পাতা পুড়ে
একাটার পর একটা তামাক পাতা পুড়ে
ঘুম আসে না রাতে আমি ঘুমাই না ভোরে এ ...
ঘুম আসে না রাতে আমি ঘুমাই না ভোরে এ ...
লারাল্লা লা লা লারা, লারা লারা লা ...
লারাল্লা লা লা লারা
You Can Get More Binita Kemon Acho & Sokhi Go Amar Mon Vala Na LyricsChader Aloy Aloy Amar Matha Ta Ghore Song Information
- DEBI - Lovestory of a Lifetym by ADNAN ASHIF
- Singer - ADNAN ASHIF
- Lyrics Tune Voice - Adnan Ashif. Music - Amzad Hossain
- Band : THE TEAM ADNAN